কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক কার্যালয় রংপুর প্রতিষ্ঠা লগ্ন থেকেই সাধারণ কৃষকদের সেবায় নিয়োজিত। এরই ধারাবাহিকতায় কৃষিবান্ধব সরকারের ঐকান্তিক প্রচেষ্ঠায় কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক কার্যালয় রংপুর এর আওতাভুক্ত আটটি জেলার ৫৮টি উপজেলায় মোট ৬১টি কৃষি তথ্য ও যোগাযোগে কেন্দ্র (এআইসিসি) স্থাপন করা হয়েছে । কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় আধুনিক তথ্যপ্রযুক্তি যন্ত্রপাতি যেমন- মাল্টিমিডিয়া প্রজেক্টর, ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা, মডেম, জেনারেটর ইত্যাদি বিতরণ করা হয়েছে। এ কেন্দ্রের মাধ্যমে কৃষকগণ সহজেই সর্বশেষ নতুন উদ্ভাবিত আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা পেয়ে থাকেন যা কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক কার্যালয় রংপুর এর একটি অন্যতম অর্জন। এছাড়াও এই কার্যালয়ের মাধ্যমে প্রতি বছর এআইসিসি অন্তর্ভুক্ত কৃষক, স্থানীয় সম্প্রসারণকর্মী, সাধারণ কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। এছাড়াও দেশের অন্যতম প্রাচীন কৃষি ভিত্তিক ম্যাগাজিন কৃষিকথার গ্রাহক সৃষ্টিতে এ দপ্তরের রয়েছে উল্লেখযোগ্য অবদান। তাছাড়া বিভিন্ন সময়ে জেলা ও বিভাগীয় প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন্ মেলা (ডিজিটাল উদ্ভাবনী মেলা, জাতীয় উন্নয়ন মেলা, কৃষি প্রযুক্তি মেলা ইত্যাদি) ও প্রদর্শনীতে অংশগ্রহণ করে সম্মাননা পুরস্কার ও শুভেচ্ছা স্মারক অর্জন করেছে।
এরেই ধারাবাহিকতায় এ কার্যালয়ের আঞ্চলিক বেতার কৃষি অফিসার (২০১৫-২০১৮) কৃষিবিদ মোঃ আবু সায়েম বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার (১৪২২ বঙ্গাব্দ) অর্জন করেন।
এবং ময়েনপুর কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র, মিঠাপুকুর, রংপুরের সভাপতি মোঃ শাহিনুর ইসলাম বকুল বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার (১৪২৩ বঙ্গাব্দ) অর্জন করেন ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS